১। আশা
২। গ্রামীণ ব্যাংক
৩। জাগরনিচক্র
৪। শিশু নিলয়
৫। ডেমোক্রাসিওয়াচ
৬। ঢাকা আহছনিয়া মিশন
৭। জে জে এস
৮। মাদারীপুর লিগাল এইডস
০৯। বাচতে শেখা
১০। বমসা
বেসরকারী সংস্থা গুলো নওয়াপাড়া ইউনিয়নের জনগনকে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।এছাড়া সমাজ থেকে জরে পড়া শিশুদের চিণ্হিত করে তাদেরকে স্কুল এ পড়ালেখার সুযোগ করে দিচ্ছে। এসকল এন জি ও সংস্থাগুলো বিভিন্ন ভাবে জনগনকে সচেতন করে তুলছে বিভিন্ন প্রকার প্রতারনার হাত থেকে সাধারন জনগগন যাতে রক্ষা পায় তার জন্য সংস্থাগুলো তৃণমুল পর্যায়ে মাল্টিমিডিয়া প্রজেক্ট এর মাধ্যমে জনসচেত মুলক সিডি প্রদর্শন করে থাকে যাতে করে জনগন অনেক কিছু শিখতে পারে বিশেষ করে বাল্য বিবাহ ও শিশুশ্রম যেন না হয় এবং সকল শিশু যেন স্কুল মুখি হয়, নারী পাচার,নারী নির্যাতন,যৌতুক অকারনে নারীর প্রতি পুরুষের নির্যাতন এসকল বিষয় যাতে বন্ধ হয় তার জন্য বিভিন্ন ভাবে এনজিও সংস্থা কাজ করে যাচ্ছে এবং অত্র ইউনিয়ন পরিষদ তাদের কাজ কে স্বাগত জানিয়ে তাদের কাজের সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে। সকল এনজিও প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা সহ সকল কর্মকর্তাদের জানাই আন্তরিক ভাবে মোবারক বাদ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS