ই-মিউটেশন হলো জমির নামজারী/নামপত্তন/নামপরিবর্তন করার একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় অন লাইনের মাধ্যমে আবেদন করতে হয় এবং সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমেই হয় । এটি ভুমি মালিকের জন্য সহজ ও সুন্দর পন্থা এই পন্থায় জনগন হয়রানি হয় না, আবেদন সাবমিট হলে সাথে সাথেই 16345 নাম্বার থেকে আবেদকারীর মোবাইলে একটি ম্যাসেজ চলে যাই এবং আবেদনকারী বুঝতে পারে তার আবেদন নাম্বার কত আর সেই নাম্বার দারা তার সকল নথিপত্র বের করা যাই ,নথি হারিয়ে গেলেও অন লাইন থেকে বের করা যায় । অর্থাৎ পূর্বের ন্যাই নথি হারানোর কোন সুযোগ নাই । আবেদনকারীর সকল তথ্য মোবাইলে ম্যাসেজ এর মাধ্যমে চলে যাই অতএব পরবর্তী করনীয় জানতে কাহারোর দারস্ত হতে হয় না । এর ওয়েব সাইট হলো www.land.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS